নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বহু টালবাহানার পর জটেশ্বর থেকে খগেনহাট গদিখানা পর্যন্ত ৬.৬ কিলোমিটার রাস্তার কাজের জন্য অর্থ বরাদ্দ হয়। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর-খগেনহাট প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা সংস্কারের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ হয়। জটেশ্বর চৌপথি থেকে গদিখানা পর্যন্ত ৬.৬ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ সে মত শুরু হয়। ওই রাস্তা সংস্কারের কাজ করছে ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি (ডব্লুউ. বি. এস. আর. ডি. এ)।
বৃহস্পতিবার সকালে সামগ্রী না দিয়ে রাস্তায় পিচ ঢেলে রাস্তা তৈরির অভিযোগে সরব হন গ্রামবাসীরা।ওই এলাকার মানুষের অভিযোগ, পিচ রাস্তা তৈরি হচ্ছে খুব নিম্নমানের সামগ্রী দিয়ে। পাশাপাশি শিডিউল অনুযায়ী রাস্তা তৈরি হচ্ছে না বলে অভিযোগ করেছেন ওই গ্রামের মানুষেরা। শিডিউল অনুযায়ী রাস্তা তৈরি না হওয়ায় এদিন সকাল থেকে এলাকায় উত্তেজনার পারদ বাড়তে থাকে। স্থানীয়দের দাবি, শিডিউল অনুযায়ী নিয়ম মেনে কাজ করুক বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা।