গড়বেতা উমাদেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের।

0
4

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের গড়বেতা উমা দিদি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ রোধ সম্পর্কিত বিষয় নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে, এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা সিভিল জজ দিব্যেন্দু নাথ, জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট প্রদীপ্তা ভট্টাচার্য,গড়বেতা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক বিক্রমজিৎ সেন, সিভিল জজ কিশোর কুমার চক্রবর্তী সহ অন্যান্য ব্যক্তিবর্গ,এই দিন এই শিবিরে আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা জানিয়েছেন,বাল্য বিবাহের নিরিখে গড়বেতার অবস্থান খুবই শোচনীয়। এই বয়সেই মা হয়ে যাওয়ার সংখাটিও ভয়াবহ। ফলত ছাত্রীদেরকেই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে।