বন্যা পরিস্থিতি নিয়ে বর্ধমানে উচ্চ পর্যায়ের বৈঠকে দফায় দফায় সেচমন্ত্রীর ক্ষোভের মুখে ইঞ্জিনিয়াররা।

0
10

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বর্ধমানে রাজ্যের ৫ মন্ত্রী সহ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া, যুবকল্যাণ ও বিদ্যুত দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক, সাংসদ এবং বিধায়করাও। এদিন বৈঠকের শুরুতেই সেচমন্ত্রীর কাছে রীতিমত কড়া ধমক খেতে হয় সেচ দপ্তরের বাস্তুকারদের। জানতে চান, কোথায় পড়াশোনা করেছেন। কার্যত এদিন বৈঠকের শুরু থেকে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে দফায় দফায় বিশেষত বাস্তুকারদের সেচমন্ত্রীর কাছে প্রশ্নের মুখে পড়তে হয়।। এদিন সাংবাদিক বৈঠকে মানসবাবু জানিয়েছেন, ডিভিসি কর্তৃপক্ষ বাংলার সর্বনাশ করার জন্যই এই ইচ্ছাকৃত বন্যা বাংলার বুকে ঠেলে দিয়েছে। তিনি জানিয়েছেন, সমস্ত দপ্তরকে নির্দেশ পাঠানো হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণের সঙ্গে সঙ্গে পরিস্থিতির দিকে নজর দিতে। কারও কোনো ক্ষতি যেন না হয়, এবং এই অবস্থায় সরকার মানুষের পাশে আছে – এটা বোঝাতেই প্রত্যেককে ফিল্ডে নামতে হবে। নিয়মিত পর্যবেক্ষণ করার নির্দেশ দেন সেচমন্ত্রী। মানস ভুঁইয়া জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় ক্ষয়ক্ষতির হিসাব চলছে। কিন্তু কোনোভাবেই যাতে সাধারণ মানুষ থেকে কৃষকরা ক্ষতির মুখে না পড়েন সেজন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মানসবাবু এদিন জানিয়েছেন, এদিনের এই বৈঠক থেকেই তাঁরা শপথ নিয়েছেন এবং শ্লোগান তুলেছেন এদিন তাঁরা সকলেই রাত জাগবেন।