বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0
27

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন পশ্চিম মেদিনীপুর থেকে সরাসরি আসেন পাঁশকুড়ার মঙ্গলদ্বারীতে।সেখানে বন্যার্ত এলাকা পরিদর্শশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী জানান তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন। বন্যার্ত মানুষদের যাতে কোন অসুবিধা না হয়, ত্রণ নিয়ে কোন অভিযোগ না ওঠে এমনটাই এদিন বার্তা দেন প্রশাসনিক আধিকারিকদের। আরে বন্যা ম্যানমেড বলে তিনি আখ্যা দেন।DVC ব্যাপক পরিমাণ জল ছেড়েছে । DVC অতিরিক্ত জল ছাড়ার ফলেই এই বন্যা। আগামী দিন ডিভিসির সঙ্গে যোগাযোগ রাখব কিনা সেটাও প্রশ্ন চিহ্ন তোলেন।সব মিলিয়ে এই দিন মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী মঙ্গলদ্বারী থেকে পরে হাওড়ার উদ্দেশ্যে রওনা হন।