0
4

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ,১৯ সেপ্টেম্বর:—-গ্রামের প্রাথমিক বিদ্যালয় অনিয়মিতভাবে চলছে। শিক্ষকরা ঠিকমতো আসেন না ঠিকমতো মিড ডে মিল রান্না হয় না।আর আজও এমনই চিত্র দেখা গেল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা চক্রের বারঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। আজ স্কুল টাইমে কোন শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে না দেখে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।বিক্ষোভের জেরে পড়ুয়ারা বাড়ি ফিরে গেলেন।বাধ্য হয়ে মিড ডে মিলের রান্না করা খাবার বাড়ি নিয়ে চলে গেলেন স্কুলের রাধুনীরা। এদিকে বিক্ষোভের খবর পেয়ে স্কুলের দুই শিক্ষক বিদ্যালয় উপস্থিত হলে তাদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন গ্রামের অভিভাবকরা।গ্রামবাসীদের বিক্ষোভের জেরে স্কুলে না ঢুকে শেষে তারাও বাড়ি ফিরে যান।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষক শিক্ষিকারা অনিয়মিতভাবে আসছে। দুপুর ১২ টার আগে কোন শিক্ষক স্কুলে আসেন না।চারজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার সঙ্গে রয়েছে প্রধান শিক্ষক।কিন্তু কোনদিনও তারা সময় স্কুলে আসেন না।প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৮২ জন ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতিতেই মিড ডে মিলে রান্না শুরু হয়ে যায়।অভিভাবকরা জানাচ্ছেন মাঝে মাঝে শিক্ষকরা স্কুল চত্বরেই গন্ডগোল করেন।এভাবে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।