মেডিকেল কলেজে পড়া আর এখনকার বন্ধু সন্দীপ ঘোষকে কোন ভাবেই মেলাতে পারছেন না সহপাঠী কৃষ্ণেন্দু বিকাশ বাগ।

0
218

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২০ সেপ্টেম্বর:- আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সহপাঠী বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। মেডিকেল কলেজে পড়া আর এখনকার বন্ধু সন্দীপ ঘোষকে কোন ভাবেই মেলাতে পারছেন না সহপাঠী কৃষ্ণেন্দু বিকাশ বাগ। তবে আরজি করের ঘটনার বিচারক হোক৷ প্রকৃত সত্য সামনে আসুক। সহপাঠী বন্ধুর নানা কথা উত্তরবঙ্গ সংবাদের কাছে তুলে ধরলেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ।

জানা গিয়েছে, ১৯৮৯ থেকে ১৯৯৪ পর্যন্ত আরজি করে এক সঙ্গে পড়াশোনা করেছেন সন্দীপ ও কৃষ্ণেন্দু। আর পাঁচজনের মতই তারা এক সঙ্গে পড়াশোনা করত৷ বন্ধুত্ব ছিল। তবে পড়াশোনা শেষ হওয়ার পরেই পেল্টে যেতে থাকে সন্দীপ। বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমাতে থাকে। বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলেও তাতে নেই সন্দীপ। একবার গ্রুপে বন্ধুরা যোগ করেছিল। কিন্তু সেদিনই সে গ্রুপ থেকে বেরিয়ে যায়। বর্তমানে অন্য বন্ধুদের সঙ্গে সকলের যোগাযোগ থাকলেও, সন্দীপ বন্ধুদের সঙ্গে যোগাযোগ একদম বন্ধ করে দেয়।