দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মরত ভেক্টর বর্ন ডিজিস কন্ট্রোলের কর্মীরা আন্দোলনে নামল।

0
16

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট, ২০ সেপ্টেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মরত ভেক্টর বর্ন ডিজিস কন্ট্রোলের কর্মীরা আন্দোলনে নামল। শুক্রবার তারা দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি দৈনিক ১৭৫ টাকা বৃদ্ধি করতে হবে৷ এ নিয়ে তারা জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেছেন। আগামীতে এই দাবি পূরণ না হলে তারা আন্দোলন আমার হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বর্ন ডিজিস কন্ট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সম্পাদক মিজানুর রহমান বলেন, আমাদের বেতন বৃদ্ধির দাবিতে আজ ডেপুটেশন দিলাম। দাবি পূরণ না হলে আমরা ফের বৃহত্তর আন্দোলনে নামব।