দুই মেদিনীপুরের একাধিক বন্যা কবলিত এলাকার মানুষজনের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ।

0
11

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি দুই মেদিনীপুরের একাধিক এলাকায় কার্যত জলমগ্ন, ভেঙে গিয়েছে একাধিক মাটির বাড়ি,কার্যত জলের তলায় কৃষি জমি, তবে এই মুহূর্তে ক্ষতির পরিমাণ না জানা গেলেও কার্যত দুর্ভিক্ষের চিত্র উঠে আসে এইসব এলাকাগুলি থেকে, পানীয় জলের সমস্যা, মাথা গোজার ঠাই সহ বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে ওই সব বন্যা কবলিত এলাকায়, এই মতো অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকার মানুষজনের সাহায্যার্থে এবার এগিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাভাবিক ছন্দে ফিরে না আসা পর্যন্ত প্রতিদিন ১০০০ মানুষের রান্না করা খাবার সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় সেই রান্না করা হচ্ছে বলে জানা গিয়েছে।