আসন্ন দূর্গা পূজা উপলক্ষে এদিন বিকেলে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর দুর্গাপূজা কোঅর্ডিনেশন মিটিং।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-আসন্ন দূর্গা পূজা উপলক্ষে এদিন বিকেলে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর দুর্গাপূজা কোঅর্ডিনেশন মিটিং। এদিনের বৈঠকে বালুরঘাটের বিভিন্ন ক্লাবের প্রতিনিধি উপস্থিত হয়। বৈঠকে মূলত পূজো মণ্ডপের অনুমতি পেতে কি ব্যবস্থা নেওয়া হবে তা আলোচনা হয়। বৈঠকে জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ থানা, দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এবছর দুর্গাপূজায় দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৫৩০ টি পুজো কমিটিকে সরকারি অনুদান দেওয়া হবে। তাদের মধ্যে বেশকিছু পুজো কমিটিকে এদিন টোকেন হিসাবে চেক দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, পুজোর কটা দিন অতিরিক্ত পুলিশি নজরদারি থাকবে। সাদা পোশাক এবং মহিলা পুলিশ ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণে জোর দেওয়া হবে।
জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, এদিনের বৈঠকে পুজো কমিটি গুলোর সাথে নির্বিঘ্নে পূজো সম্পন্ন করতে করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি জেলায় এবার শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন হবে।

বাইট – চিন্ময় মিত্তাল, পুলিশ সুপার, দক্ষিণ দিনাজপুর।
বাইট – বিজিন কৃষ্ণা, জেলাশাসক, দক্ষিণ দিনাজপুর।