দীর্ঘ ৪২ দিন পর কাজে যোগ দিলেও বিচারের দাবিতে জারি থাকবে আন্দোলন জানালেন তমলুকের জুনিয়র ডাক্তারা।

0
5

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে সারা দেশ জুড়ে প্রতিবাদের আগুনে তোলপাড়,দেশ থেকে বিদেশেও এই ঘটনার প্রতিবাদ চলছে। দীর্ঘ ৪২ দিন পর কাজে যোগ দিলেন ডাক্তাররা,আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই কর্মবিরতির ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন।তার জেরে রাজ্যের সমস্ত হাসপাতাল গুলিতে কাজ করছিলেন না জুনিয়র ডাক্তাররা,আজ থেকে সেই কর্মবিরতি প্রত্যাহার করা হলো।ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ডাক্তাররা। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করেছেন। তাম্রলিব্রে মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বলেন EMERGENCY ডিউটি ,SNCU,শিশু বিভাগ,OPD ডিউটি শুরু করলেন তারা,কাজ শুরু করলেও বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে।