আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে গঙ্গারামপুর ব্লক ও শহরের দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক প্রসাশনের।

0
19

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে গঙ্গারামপুর ব্লক ও শহরের দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক প্রসাশনের।রবিবার গঙ্গারামপুর দেবীকোট ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রশাসনিক বৈঠক। এদিনের এই বৈঠক থেকে পূজো উদ্যোক্তারা কীভাবে বিভিন্ন দপ্তর থেকে পুজোর অনুমতি পাবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেইসঙ্গে পূজো করার ক্ষেত্রে কি কি গাইডলাইন রয়েছে তা তুলে ধরা হয় পুজো উদ্যোক্তাদের কাছে। সেইসঙ্গে DJ ও পটকা ফাটানো থেকে পুজো উদ্যোক্তাদের সতর্ক করেন প্রশাসনিক কর্মকর্তারা। রবিবার গঙ্গারামপুর দেবীকোট ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার,DSP ট্রাফিক বিল্যমঙ্গল সাহা,মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,আইসি শান্তনু মিত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা।প্রসঙ্গত হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো উৎসবে মাতবে আট থেকে আশি সকলেই। প্রতিবছর শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক গাইডলাইন দেওয়া হয়ে থাকে। প্রতিবারের মতো এবারেও দুর্গাপূজা সুস্থভাবে সম্পুর্ণ করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেইমতো রবিবার গঙ্গারামপুর শহর ও ব্লকের দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো গঙ্গারামপুর দেবীকোট ভবনে। এ বিষয়ে চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান।