কোলাঘাটের দেরিয়াচক এলাকা জলমগ্ন,ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার,এলাকা পরিদর্শন করে রাজ্যকে নিশানা করলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

0
30

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা কার্যত জলমগ্ন, চাষের জমির পাশাপাশি বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জলমগ্ন হওয়ার কারণে,কার্যত বাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হয়েছে বহু পরিবারকে, ইতিমধ্যেই জেলার বেশ কয়েকটি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরই বহু রাজ্য নেতৃত্ব এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন, রবিবার কোলাঘাটের দেরিয়াচক জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি পরিদর্শন করে কার্যত নিশানা করলেন রাজ্য সরকারকে, তিনি বলেন কাল সংস্কার না হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তবেই খাল সংস্কার নিয়ে অনশনে বসার কোথাও জানিয়েছেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে এলাকা পরিদর্শন করতে কয়েকদিন আগে এসেছিলেন দেবাংশ ভট্টাচার্য ও কুনাল ঘোষ, কেন্দ্রের বিরুদ্ধে একাধিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি সাপ জানিয়ে দেন যারা আমার কাছে কয়েক লক্ষ ভোটে হেরেছে তাদের বিষয়ে আমি কোন মন্তব্য করবো না।