পূজার মুখে সারেঙ্গায় টেলার্স এর দোকানে চুরি মাথায় হাত দোকান মালিকের।

0
15

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – পূজার মুখে সারেঙ্গায় টেলার্স এর দোকানে চুরি মাথায় হাত দোকান মালিকের। কথায় বলে কারও পৌষ মাস আর কারও সর্বনাশ, পুজোর মুখে চোরেদের পৌষ মাস এবং টেলার্সের দোকানের মালিকের সর্বনাশ হল। চুরি গেল দোকানের সমস্ত তৈরি মাল। ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত সারেঙ্গা পঞ্চায়েত এলাকার শিবতলা মোড় P W D রোড এলাকায়। দীর্ঘ ১৫ থেকে ১৬ বছরের পুরোনো রুপম টেলার্সের দোকান। ছাদ নির্মিত শাটার দেওয়া পাকাপোক্ত দোকান। মাঝ রাতে শাটার ভেঙে দোকানের যাবতীয় জিনিস চুরি করে নিয়ে গেল চোরেরা। সারেঙ্গা সরদারপাড়া বাসিন্দা অরুণ অধিকারী এখন কি করবেন তিনি ভেবে পারছেন না। ভাবলেই চোখে জল চলে আসছে এমনই পরিস্থিতি তার। থানায় তিনি জানিয়েছেন, মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এসে দেখে গিয়েছে। চুরিদারের পিস, রেডি করা চুরিদার, রেডি করা প্যান্ট এবং জামা নগদ কয়েক হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেল। পূজোর মুখে এইভাবে চোরের উপদ্রব বাড়ায় সারেঙ্গা এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশের তৎপরতায় পুজোর মুখে চুরি যাওয়া মাল ফেরত পাবার আশায় বুক বেঁধে আছেন অরুন অধিকারী।