পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ রোধ নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৭ নম্বর অঞ্চলের নয়া বসতপার্বতীময়ী শিক্ষা নিকেতনে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় নয়াবসত গ্রাম পঞ্চায়েত ও কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে, এই দিন এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন BDO দেবাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ, প্রসঙ্গত শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ নিয়ে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেও অসচেতনতার ছবি উঠে আসে মাঝেমধ্যেই।