নিজস্ব সংবাদদাতা, মালদা:- ছাত্রদের সঙ্গে মিডডে মিল খেয়ে মিডডে মিলের গুণগত মান যাচাই করলেন মালদার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। মঙ্গলবার এমনটাই ছবি নজরে এল মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে মিডডে মিলের গুণগত মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে মান্যতা দিয়ে মঙ্গলবার মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় যান। গিয়ে প্রথমেই তারা মিডডে মিল রান্নাঘর পরিদর্শন করেন। মিডডে মিলের চাল, ডালের নমুনা সংগ্রহ করেন। এরপর মিডডে মাদ্রাসার অফিস ঘরে গিয়ে মিলের খাতা দেখে হিসাবপত্র খতিয়ে দেখেন। সবশেষে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার দুজনেই থালা নিয়ে ছাত্রদের সঙ্গে মিডডে মিল খেয়ে মিডডে মিলের গুণগত মান যাচাই করেন।তবে এখানেই শেষ নয়। এরপর জেলাশাসক ও জেলা পুলিশ সুপার দুজনে মিলে নরহাট্টার মালিহাট গ্রামে গিয়ে পি.এইচ.ই-এর পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন। সেই সঙ্গে জোতবসন্ত গ্রামে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারেও প্রয়োজনীয় খোঁজখবর নেন বলে জানা গেছে।