নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – শরতের আমেজ, মেঘেদের খেলা, পেঁজা তুলোর মতো কাশফুল। এটাই যেন বলে দেয় মা দুর্গার আগমনী বার্তা কিন্তু বাঁকুড়া জেলার শুশুনিয়া অঞ্চলের আগয়া ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির মা দূর্গার স্বগৃহে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছিলো ২০২৩ মায়ের প্রথম বছরের আগমনী বার্তা। এ বছরও তার ব্যতিক্রম হলোনা। দ্বিতীয় বছরের পুজো তারা আরো জমিয়ে করতে চাইছেন। কিন্তু এখনো ঠিকমতো বেশকিছু কাগজপত্র হয়ে ওঠেনি বা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু তার কপি হাতে এসে পৌচায়নি। যার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তারা অনুদানের ব্যাপারে কিছুটা পিছিয়ে। তাই প্রশাসনের দারস্থ হয়েছেন। এ ব্যাপারে পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন “চেষ্টা করছি যাতে তারা যাতে পুজোর অনুদান পায়।
- রাজ্য
- দক্ষিণ বাংলা
- দুর্গা পূজা ২০২৪
- দেশ
- বনেদি বাড়ি এবং গ্রাম বাংলার দুর্গাপুজা
- বাঁকুড়া
- বিনোদন
- বিবিধ
- লাইফস্টাইল