নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি জাতির শিক্ষক, তাঁর জন্মদিন ২৬ শে সেপ্টেম্বরই হল বাংলার জাতীয় শিক্ষক দিবস, এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার গোটা বাংলা জুড়ে প্রতিটা জেলায় বাংলার ‘জাতীয় শিক্ষক দিবস’ পালন করল বাংলা পক্ষ। এদিন বাংলা পক্ষের আলিপুরদুয়ার জেলা শাখার পক্ষ থেকে ফালাকাটা ব্লকের জটেশ্বরে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়। জানা গিয়েছে, বাংলা পক্ষর ২৩ টি সাংগঠনিক জেলায় একজন করে মহান শিক্ষক কে (যিনি শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন) “বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননা” য় ভূষিত করা হয়। এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা প্রখ্যাত লেখক তথা শিক্ষক অজিতকুমার দে -কে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননায় ভূষিত করা হয়। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের শিক্ষক হরেকৃষ্ণ বর্মন ছিলেন জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলচন্দ্র বর্মন, বাংলা পক্ষ আলিপুরদুয়ার জেলা শাখা কমিটির সম্পাদক উত্তম দাস সহ বিশিষ্টজনেরা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার বাংলা পক্ষের আলিপুরদুয়ার জেলা শাখার পক্ষ থেকে ফালাকাটা ব্লকের জটেশ্বরে জাতীয় শিক্ষক...