গড়পুরুষোত্তমপুর এলাকায় ভেঙে যাওয়া নদী বাঁধ দিয়ে প্রচুর পরিমাণে জল এলাকায় প্রবেশ করছে,ফের উদ্ধারকার্যে নামল NDRF-র টিম।

0
12

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর এলাকায়
ভেঙে যাওয়া নদী বাঁধ দিয়ে প্রচুর পরিমাণে জল এলাকায় প্রবেশ করছে, যার ফলে কোন কোন বাড়ি একতলা পর্যন্ত ডুবে গিয়েছে, টানা 8 দিন ধরে এলাকাবাসীর থাকার অস্থায়ী ঠিকানা হয়েছে নদীর বাঁধ, নদীর জল স্তর কমতে কিছুটা স্বস্তি পেয়েছিল এলাকাবাসী, আস্তে আস্তে বাড়ি ফিরতেও শুরু করেছিল নদী বাঁধে আশ্রয় নেওয়া এলাকাবাসীরা, এরই মাঝে ফের নিম্নচাপের দুকুটির ফলে, গতকাল থেকে শুরু হয় বৃষ্টি। যার ফলে নদী বাঁধ
বাধার কাজ, তাড়াতাড়ি করা সম্ভব হয়নি, তাই বৃষ্টির জলের পাশাপাশি
পুনরায় জলাধার থেকে জল ছাড়ার ফলে নদীর জলস্তর বাড়তে শুরু করে এবং গড়পুরুষোত্তমপুর এলাকায় ভেঙে যাওয়া নদীর বাঁধ দিয়ে জল এলাকায় প্রবেশ করে, যার ফলে আবারো
জলবন্দি হয়ে পড়ে এলাকার মানুষ, আর তাদেরই উদ্ধারকার্যে আজ ফের নামলো NDRF।