প্রশ্ন করতে শেখো : আচার্য্য মনোরঞ্জন।

0
23

শুধু শুধু উত্তর খোঁজার
চেষ্টা করছো কেন,
তর্জনী উঁচিয়ে একটি বার
প্রশ্ন করতে শেখো।

যেইদিন আমরা প্রশ্ন করতে
শিখে যাবো সকলেই
আমাদের প্রশ্নের উত্তর গুলো
ঠিক পাবোই লিখে রাখো।

এইভাবে অগোছালো গুঞ্জনে
শব্দেরা হচ্ছে এলোমেলো,
এইভাবে যায়না পাওয়া উত্তর
সময়ের শুধুই অপচয়।

অযোগ্যরা তাড়িয়ে বেড়াচ্ছে নিত্য
ভয় দেখিয়ে যোগ্য দের নিশ্চয়,
যোগ্যরা জোট না বেঁধে তবু শুধু শুধু
নিজেদের করছে ক্ষয়।

এখনো ভাবছি দেয়ালে ঠেকতে পিঠ
সময় অনেক টা আছে বাকি?
সময়ের ডাক পাচ্ছিনা শুনতে তাই
নিজেকে নিজেই দিচ্ছি ফাঁকি।