বিদ্যাসাগর : চৈতালী দাস মজুমদার।

0
19

সাগরের মত গভীর তুমি
বিদ্যাসাগর নাম,
মেদিনীপুরে জন্ম তোমার
বীরসিংহেতে ধাম।
তোমার কর্মকাণ্ডের কথা
স্মৃতি পটে সদা রয়,
নারীর জীবনে জ্বালিয়ে বাতি
করেছো তুমি জয়।

নারী ছিল আগে অন্ধকারে
শিক্ষার নেই আলো,
তুমি এসেই নারীর জীবনে
সুখের প্রদীপ জ্বালো।
আগে নারী ছিল ভোগের বস্তু
পুরুষ জাতির কাছে ,
ইতিহাস ঘেঁটে দেখো তুমি তাতে
আর কি যাতনা আছে।

তোমার জন্য নারীর জীবন
আজ স্বপ্নীল শুভময় ,
শীর্ষে চড়েছে সবার আগে
করেনা তো তারা ভয়।
তোমার রচিত বর্ণমালা
শিক্ষার আলো দেয়,
স্বরবর্ণ থেকে ব্যঞ্জনবর্ণ
সকলে তা জেনে নেয়।

বিধবা বিবাহ বাল্যবিবাহ
তোমার হাতেই শুরু,
জীবনের পথে নারীর জীবনে
তুমিই প্রথম গুরু।
আগুনের ওই লেলিহান শিখায়
কত নারী দেয় প্রাণ,
নারীর জীবনে শেষ হয়ে গেছে
জমা যতো বলিদান।

পারদর্শিতায় প্রথম সারিতে
নারীকেই খুঁজে পাই ,
পুরস্কারের সকল মালা
নারীর গলায় তাই।
বিদ্যাসাগর দয়ার সাগর
কোথায় তুমি আজ,
উপলব্ধি এই সকলের মনে
তুমিই করো রাজ।

তোমার চরণে মাথা নত করি
আমিই যে সেই নারী,
রাতের আঁধার বিচার চাইতে
একলা লড়তে পারি।
শত কোটি আজ প্রণাম জানাই
নত করে আজ শীর,
নারীর চোখে তুমিই হলে
প্রথম দেখা বীর।