বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কয়েক ঘন্টার ভারি বৃষ্টিতে জলমগ্ন বালুরঘাট জেলা হাসপাতাল চত্বর।

0
19

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কয়েক ঘন্টার ভারি বৃষ্টিতে জলমগ্ন বালুরঘাট জেলা হাসপাতাল চত্বর। জেলা হাসপাতালের জরুরী বিভাগের সামনে হাঁটুজল রাস্তায় জমে হয়েছে। হাসপাতালের নোংরা জল ডিঙিয়ে যেতে হচ্ছে রোগীর পরিজন থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের৷ হাসপাতালে চিকিৎসা করতে এসে যাতায়াত করতে হচ্ছে নোংরা জলের উপর দিয়ে। যার ফলে উলটে সুস্থ মানুষ অসুস্থ হতে পারে। বৃষ্টি হলেই হাসপাতালের সামনের জলের পরিমান বাড়ছে। জরুরি বিভাগের সামনে জল জমে থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ ও পুরসভা। শুধুমাত্র বালুরঘাট জেলা হাসপাতাল চত্বর নয় শহরের বেশ কিছু এলাকায় জল জমেছে।