অস্বীকার : চৈতালী দাসমজুমদার।

0
15

অস্বীকার করতে চাইনি কখনো কোনদিন …….
তোমার অবহেলা আমাকে প্রতি পদে পদে
লেলিহান শিখার মতো জ্বালিয়েছে ——-
প্রতিবাদ করিনি তখনো……..
কষ্ট বেড়েছে, বেড়েছে রক্তের চাপ
নিজের আত্মাকে অনেক বুঝিয়ে
এনেছি আজ এখানে।
তাকে দগ্ধ আগুনে ঝলসে শিখিয়েছি
কিভাবে কষ্ট ভুলতে হয়। কিভাবে চোখের জল চোখেই শুখোতে হয়,
কি ভাবে রাতের পর রাত অন লাইন দেখেও মন কে মানিয়ে নিতে হয়।।
শিখেছি তোমার থেকেই কি ভাবে অবহেলার
চাদর বিছিয়ে তাতে সুখনিদ্রায় মগ্ন হতে হয়।
আজ হয়তো কিছুটা বুঝেছো তুমি
আমার অবহেলা কতোটা কষ্টদায়ক
হাজার প্রেমের মিছিল করেও _____
পারবে না জবাব দিতে।।
মনের গভীরে যে আত্মা বিরাজমান
তাকে প্রশ্ন করলে উত্তর পাবে।

দাবার চালটা হয়তো তোমার হাতে,
তাই নতুন নতুন চালে নিজেকে জেতাবে
তবে , ভেবনা ঈশ্বর বলে যদি কিছু থাকে
পাশা ঘুরবে একদিন আমার দিকে।।
তখন হাজার চাইলেও জিততে তুমি পারবে না!
কারন সত‍্যের জয় অনিবার্য।।