ঋতুপর্ণ ঈশ্বর ::: ঝুমা মজুমদার চৌধুরী।।

0
25

প্রতিবার পলাশ বনে আগুন নিভলে
নিজের কাছে ফিরি ,চড়ক গাছ গাজন সন্ন্যাসীর
কৃচ্ছসাধনে সারা বছরের আত্মহত্যা গুলো গচ্ছিত রেখে আবারও ঘাসের শাড়ি শরীরে….
আবার নিদাঘ বেলা অবিশ্বাসী শ্রাবণ
শরৎ শিকড়ে ঘর বাঁধি, হেমন্ত অরণ্যের ঋণ চুকাতে গিয়ে আরও ঋণী,
মিহি কুয়াশা হতে পারলাম না বলে
অধরা কবিতা, এতসব পাওয়া না পাওয়া
অসংখ্য হত্যা নীল ষষ্ঠীর ধুতরো ফলের কাঁটায়
বিঁধে তোমার পায়ের কাছে বসে আছি
ঋতুপর্ণ ঈশ্বর! আর কিছু না
হাত পেতেছি যদি দাও
রূপশালী ধানগাছের অফুরান সবুজ l