পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- মুখ্যমন্ত্রীর নির্দেশমতো পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যেগে আজ বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চে জেলার দূর্গা পূজো কমিটি গুলোকে চেক প্রদান করা হয়।চেক প্রদানের পাশাপাশি রুট ম্যাপের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আমনদীপ বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ বিডিএর চেয়ারম্যান কাকুলি তা গুপ্ত ও অন্যান্যরা।
রাজ্যের দূর্গা কমিটি গুলোকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দেওয়া ৮৫ হাজার টাকা অনুদানের চেক তুলে দেওয়া হলো জেলার পূজো কমিটি গুলোকে। বর্ধমান দক্ষিন ও বর্ধমান উত্তর কেন্দ্রের ২৪০ এবং গোটা জেলার মোট সারে চার হাজার পূজো কমিটিকে চেক দেওয়া হয়।