দারুচিনি বন ::: ঝুমা মজুমদার চৌধুরী।।।

0
16

তুমি তো চাঁদ শরীর
গন্ধরাজ স্বপ্নমদির…..
অবিরাম গেয়ে চলো অরণ্য গান
ভীরু ধনেশ আমলকী বনে
গায়ে মেখে নেয় কার্তিকের ঘ্রাণ. …

বৃষ্টি ফোঁটায় এমন মালা
রোজ কি গাঁথা যায় !
গেঁথেছিলাম একবার
মেঘ নদী পাখী ফুলের মেলায়….

রোজ কি এমন
শরীর আরন্ধ্রে দারুচিনি বন !
শালিক সংসার নিখুঁত পরিপাটি
নাভিমূলে পদ্ম ঈশ্বরীর

বিমূর্ত এর দুপাশে দুই নদী
একদিকে গন্ধরাজ গহন
অন্যদিকে নিভৃত আকুতি
ওই পথে অলীক ক্ষরণ….