বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতা ও শিক্ষক সংবর্ধনা।

0
14

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:- যুগমানব ইশ্বর চন্দ্র বিদ‍্যাসাগরের অনেক ঐতিহাসিক কীর্তির মধ‍্যেও মনে রাখতেই হয় তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। বিশেষত নারীশিক্ষা ও শিশুশিক্ষা বিষয়ে তাঁর অবদান অবিস্মরণীয়। তাই শিক্ষাব্রতী বিদ‍্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ‍্যে আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসের হলঘরে। তাছাড়াও শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়। দুবরাজপুর লালবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়ব্রত ওঝা জানান, দুবরাজপুর পৌর এলাকার ১৬ টি প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আবৃত্তি প্রতিযোগিতা দুটি বিভাগে করা হয়। “ক” বিভাগে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এবং “খ” বিভাগে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত করা হয়। দুটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। তাছাড়াও যাঁরা এই আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাঁদের একটি করে মেডেল দেওয়া হয়। সবশেষে শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। যাঁরা গত মার্চ মাসে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেছেন তাঁদের একটি করে মেমেন্টো দিয়ে সংবর্ধিত করা হয়। পাশাপাশি দুজন শিক্ষক সদ্য জয়েন করেছেন, তাই তাঁদের নবীন বরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য, বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক, অরিন্দম চ্যাটার্জি, অজয় মণ্ডল সহ ১৬ টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবন্ধুরা। তাছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেজিয়া কলেজের অধ্যাপক ডক্টর রবীন ঘোষ, পাঁচড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুনীল কর্মকার, বড়রা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অসিত কুমার মণ্ডল প্রমুখ।