ভুতনি বানভাসি এলাকায় সরাসরি ববি হাকিমকে ফোন করে বানভাসিদের সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

0
10

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙ্গন রোধের কাজ আমরা করতে পারিনি। টানা কয়েকদিনের বৃষ্টি জেরে হু হু করে জল বেড়েছে গঙ্গার। বন্যা কবলিত মালদার মানিকচক এবং ভুতনি বাসির পাশে আমি রয়েছে। আমাদের সরকার আপনাদের সর্বত্র ভাবে সাহায্য করবে। আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি। তাছাড়াও আপনাদের যেকোনো সমস্যার কথা জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানান। বানভাসীরা যাতে কোন সমস্যা সম্মুখীন না হয় পর্যাপ্ত ত্রাণ পান তার জন্য নির্দেশ দেন ডিএম ও এসপিকে। আজ মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে বন্যা কবলিতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পর মন্ত্রী ফিরাজ হাকিমের ফোন থেকে লাউড স্পিকার করে বানভাসীদের উদ্দেশ্যে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।