কোলাঘাটের আশুরালী সৃষ্টি’র দুর্গোৎসব ১৭তম বছর বর্ষে পদার্পণ,এবারের থিম পিকক অর্থাৎ ময়ূর,টানা বৃষ্টির জেরে ব্যাহত মন্ডপ তৈরির কাজ।

0
18

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হাতেগোনা আর কয়েকদিন বাকি তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, দুর্গোৎসব মানেই একদিকে যেমন মণ্ডপ তৈরিতে ব্যস্ততা লক্ষ্য করা যায় মন্ডপ শিল্পীদের,অন্যদিকে তৈরিতে ব্যস্ত থাকে মৃৎশিল্পীরা । পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের আশুরালী সৃষ্টি’র দুর্গোৎসব এই বছর ১৭ তম বর্ষে পদার্পণ করলো, এই বছর মন্ডপে থাকছে তাদের বিশেষ আকর্ষণ তৈরি হচ্ছে থিম পিকক অর্থাৎ ময়ূর, তবে কয়েকদিনের অতি ভারীর বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন জেলার একাধিক এলাকা, জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে, জমা জলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতবাড়ি, ঘর ছাড়া রয়েছে বহু পরিবার, ইতিমধ্যেই জেলা প্রশাসন ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের তরফ থেকে জল ও খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে, এই মতো অবস্থায় এই বছর পূজোতে কিছুটা বাজেট বাড়লেও কার্যতো চিন্তার ভাজ পড়ে গেছে পুজো কমিটি গুলির, পাশাপাশি সমস্যায় পড়েছে মন্ডপ শিল্পীদের, দিনরাত এক করে কার্যত মণ্ডপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা, তবে যাই হোক বাঙালির শ্রেষ্ঠ উৎসব যাতে এই বৃষ্টির কারণে আনন্দে যাতে ভাটা না পড়ে তার জন্য সর্বদাই ব্যস্ত মণ্ডপ শিল্পী থেকে শুরু করে মৃৎশিল্পীরা।