পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ত্রাণ বন্টন নিয়ে দ্বিচারিতা করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াপুর এলাকায় বিজেপির পঞ্চায়েতকে না জানিয়ে তৃণমূলের উপপ্রধান মুফলেশ্বর দত্ত জোরপূর্বক নিজেদের মধ্যে ত্রাণের ত্রিপল বন্টন করে বলে অভিযোগ, এমনকি তৃণমূল নেতার ঘরে বেশ কিছু ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি।
যা নিয়ে একপ্রকার উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়াপুর এলাকা।
ত্রাণ নিয়ে রাজনীতি করার প্রতিবাদ করায় স্থানীয় বিজেপির পঞ্চায়েতকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক প্রকার দুই রাজনৈতিক দলের মধ্যে হাতাহাতি হয়। দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত, তৃণমূলের হাতে আক্রান্ত হয় স্থানীয় প্রতাপপুর ১ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সুশান্ত মাইতি এবং অপরদিকে তৃণমূলের উপপ্রধান মুফলেশ্বর দত্ত বিজেপির হাতে আক্রান্ত হন। দুপক্ষের দুজনকেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েতকে গুরুতর আহত অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । যদিও প্রতাপপুরের এই ঘটনার অভিযোগ নসাৎ ভাবে উড়িয়ে দেয় শাসক দল।