বালুরঘাট শহরের আত্রেয়ী নদী সংলগ্ন আঁখিড়াপাড়া, ডাকরা, খাসপুরে বিঘার পর বিঘা সবজি ক্ষেত লাগাতার বৃষ্টির ফলে নষ্ট হয়েছে।

0
31

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। বিগত পাচ ছয় দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। বালুরঘাট শহরের আত্রেয়ী নদী সংলগ্ন আঁখিড়াপাড়া, ডাকরা, খাসপুরে বিঘার পর বিঘা সবজি ক্ষেত লাগাতার বৃষ্টির ফলে নষ্ট হয়েছে। এই এলাকাতে প্রায় সব ধরনের সবজি চাষ হয়৷ পুজোর আগে নানা ধরনের শাক ও সবজি লাগিয়েছিলেন কৃষকরা৷ হঠাৎ করে লাগাতার লাগাতার বৃষ্টির ফলে বেশির ভাগ সবজি গাছ নষ্ট হয়ে যাচ্ছে৷ বালুরঘাটের নদী সংলগ্ন এলাকার কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সবজির দাম অনেকটাই বাড়বে বলে আশঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। এদিকে বৃষ্টি না থামলে আরো ক্ষতির সম্মুখীন হবেন কৃষকরা৷ পুরো বিষয়ের উপর নজর রেখেছে কৃষি দপ্তর।