তুলসি হাটার বাজারে টোটো চালকের হাতে তিন মহিলার শ্লীলতাহানির অভিযোগ।

0
21

নিজস্ব সংবাদদাতা, মালদা:– মালদার হরিশ্চন্দ্রপুরে রাজস্থান থেকে বেড়াতে আসা তার দিদির বাড়িতে।তুলসি হাটার বাজারে টোটো চালকের হাতে তিন মহিলার শ্লীলতাহানির অভিযোগ। টোটো চালকের বিরুদ্ধে মহিলাদের ওড়না ধরে টানাটানি, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত টোটো চালক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।রাজস্থান থেকে দিদির বাড়ি বেড়াতে এসেছিলেন তিন মহিলা। বেড়াতে এসে শ্লীলতাহানির শিকার হতে হল তাঁদের। অভিযোগ মারধর করে সালওয়ার কামিজ ছিঁড়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুরে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের থেকে তিন মহিলা মালদার হরিশ্চন্দ্রপুরে দিদির বাড়িতে এসেছিলেন। তাঁরা দিদির অসুস্থতার খবর শুনে এসেছিলেন।এদিন তুলসিহাটার তাঁর বাজার করতে যান। অভিযোগ বাজার করে বাড়ি ফেরার সময় তাঁদের শ্লীলতাহানি করা হয়।এক টোটো চালক ওড়না ধরে টানাটানি করে। সেই সময় তাঁদের সঙ্গে থাকা এক পুরুষ সদস্যরা টোটো চালকদের বিরুদ্ধে প্রতিবাদ করায়তাদের মধ্যে ঝামেলা বাঁধে।সে সময় কোন রকমে তারা অন্য এক অটো করে তাঁরা বাড়ি ফিরে আসার চেষ্টা করেন। সেই সময় আগের টোটো চালক, তার দলবল নিয়ে আসে। তখন তিন মহিলাকে শ্লীলতাহানি করা হয়। পরনের পোশাক ছিঁড়ে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্তের পরিবারের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্তরা তৃণমূল কর্মী। তৃণমূলের তরফে জানানো হয় এমন কোন ঘটনা ঘটেনি টোটো তে মেসেঞ্জার কে ডাকতেই পারে প্যাসেঞ্জার তোলার জন্য। ওই মূহুর্তে টোটো চালক যে কোন প্যাসেঞ্জার কে ডাকতে পারে কিন্তু শ্লীলতাহানি করা অভিযোগ মিথ্যে। ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তৃণমূলের তরফ। অভিযোগ ওই টোটো চালক কে মারধর করা হয়। তাকে বর্তমানে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ প্রশাসন এই ঘটনার দোষীদের আইনত ব্যবস্থা নেবে।