তৃণমূল মহিলা কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি।

0
28

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে রাজ্যজুড়ে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়পুরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা জয়পুর কৃষক বাজারে এসে জড়ো হন। এরপর সেখান থেকে নির্দিষ্ট সময় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। আর জি করের ঘটনা নিয়ে রাজ্য উত্তাল। আর সেই ঘটনায় সিবিআই যাতে দ্রুত দোষীদেরকে চিহ্নিত করে ফাঁসির সাজা শোনায় সেই দাবিতেই এদিনের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নারী সুরক্ষায় যথেষ্ট তৎপর সেই দাবিও তুলে ধরেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা। মহিলা তৃণমূল নেতৃত্বের দাবি কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার সহ একাধিক প্রকল্প মহিলাদের নিরাপত্তায় সহায়তা করছে। মহিলাদের স্বনির্ভর করতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেও একাধিক সুবিধা প্রদান করা হচ্ছে। তাই মহিলারা মমতা ব্যানার্জির নেতৃত্বেই বেশি সুরক্ষিত। যে কারণে মহিলারা তৃণমূল এবং মমতা ব্যানার্জির পাশে থাকবেন বলেই দাবি তৃণমূল মহিলা নেতৃত্বের।