পুজো আর মাত্র হাতে গোনা আর কয়দিন তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, তারি প্রস্তুতি চলছে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় মৃৎ শিল্পীদের।

0
20

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—পুজো আর মাত্র হাতে গোনা আর কয়দিন তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, তারি প্রস্তুতি চলছে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় মৃৎ শিল্পীদের।বৃষ্টির কারণে প্রতিমা শুকোতে দেরি হলেও কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে মৃৎ শিল্পীদের এমনই ছবি ধরা পরল পাকুয়াহাট এলাকায়।পাকুয়াহাট এলাকার মৃৎশিল্পী নিখিল পাল জানান পুজো আসতে মতে আর কয়দিন তার মধ্যেই সম্পূর্ণ প্রতিমা ডেলিভারি করতে হবে। বৃষ্টির কারণে কিছুটা সমসামুখী হতে হয়েছে চেষ্টা চালিয়ে যাচ্ছে দিন রাত এক করে প্রতিমা তৈরীর কাজ।প্রতিমা তৈরিতে সেভাবে লাভ না হলেও তারা সেই কাজকেই আঁকড়ে ধরে চালিয়ে যাচ্ছেন।প্রতিমার বিভিন্ন সরঞ্জাম কিনতে কিছুটা দাম বাড়লেও কিনতে হচ্ছে তাদের। সকাল থেকে তাদের ব্যস্ততা দেখা গেছে বামনগোলার পাকুয়াহাট এলাকায়।