বিজেপি নেত্রী ভারতী ঘোষের উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বন্যা কবলিত করণ্ডা, জোতনারায়ন এলাকায় বিতরন করা হলো ত্রাণ সামগ্রীর।

0
24

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বন্যা কবলিত করণ্ডা, জোতনারায়ন এলাকায় বিতরন করা হলো ত্রাণ সামগ্রীর। এদিন বিকেল নাগাদ প্রাক্তন IPS ভারতী ঘোষ, সমাজসেবী তন্ময় দাসের উপস্থিতিতে বন্যাদুর্গত প্রায় ১০০ জন মানুষকে ত্রিপল এবং সর্বমোট প্রায় ৫০০ জনকে বিভিন্ন শুকনো খাবার সাহায্য করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করতে এসে এই এলাকার সাংসদ অভিনেতা দেবের ভূমিকার নিয়েও তীব্র কটাক্ষ করেন ভারতী ঘোষ। তিনি বলেন, দেবের সংসদ এলাকার মানুষদের বন্যায় দুরাবস্থা, তা দেখতে আসার মতো সময় নেই দেবের কাছে। সেই সাংসদকে নিয়ে মন্তব্য করে সময় অপচয় করা বৃথা। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভারতী ঘোষের কটাক্ষ বিগত ১৩ বছরে মাস্টারের “ম” প্ল্যানের “প” সাংসদের “স” আর বিধায়কের “ব” দেখতে পেলাম না।