চৌধুরী বাড়ির পূজা, ১১৪ বছরের পারিবারিক পুজা।

0
18

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১১৪ বছরের এই পারিবারিক এই পুজায় পূর্ব দিনে যে সমস্ত রীতি রেওয়াজ মানা হতো এখনো সেই সমস্ত রীতি রেওয়াজ মেনে ই পূজা করা হয়। পূজোর ষষ্ঠীর দিন থেকে নবমীর রাত পর্যন্ত চন্ডীমঙ্গলের গানের আসর বসে পাশের গ্রামে তেমন বড় পূজা হয় না তাই সাধারণ মানুষ চন্ডীমঙ্গলের এই গান শোনার জন্য ভিড় জমান চৌধুরী বাড়ির পূজা মন্ডপে। অষ্টমীর সন্ধি পূজার শুরুতেই এক নলা বন্দুক থেকে গুলি ছুড়ে পূজার সূচনা করা হয়। নবমীর দিন হাজার দুয়েক মানুষকে প্রসাদ পরিবেশন করেন চৌধুরী পরিবারের সদস্যরা। গ্রাম্য পরিবেশ, গ্রামের মাটির ঘর বারান্দ া, পূজা মন্ডপের খিলান, পূজার মন্ডপ সব যেন সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর পাঁচ দিনের জন্য। চৌধুরী পরিবারের অন্তর্ভুক্ত ২৩টি পরিবার সারা বছর পথ চেয়ে বসে থাকে পূজার কদিন। বালুরঘাটের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বইদুল চৌধুরী গ্রামে তাই এখন সাজ সাজ রব।