নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : বীরপাড়া বাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হল মঙ্গলবার। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্ভোধন করলেন প্রায় চার কোটি টাকা ব্যায়ে নির্মিত নতুন দমকল কেন্দ্রের। ডুয়ার্স এর একটি বিশেষ বাণিজ্যিক শহর এই বীরপাড়া। এবং পূর্বে বেশ কয়েকটি বড় ধরণের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফালাকটা বা হাসিমারা থেকে দমকলের ইঞ্জিন বীরপাড়া পৌঁছতে পৌঁছতে পুড়ে ছাই হয়ে যায় সব। তাই স্থানীয়া বাসিন্দাদের দাবীকে মান্যতা দিয়ে এই দমকল কেন্দ্র স্থাপন করল রাজ্য সরকার। এই কেন্দ্রটি চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্ভোধন করলেন প্রায় চার কোটি টাকা ব্যায়ে নির্মিত...