হুমকির মুখে চিকিৎসক, নার্সরা। মদ্যপ অবস্থায় এসে হামলা ভাঙচুরের চেষ্টা।

0
11

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা–ফের হুমকির মুখে চিকিৎসক, নার্সরা। মদ্যপ অবস্থায় এসে হামলা ভাঙচুরের চেষ্টা। মালদার রতুয়া ব্লক হাসপাতালে আতঙ্কে চিকিৎসক, নার্সরা। আঙুল কেটে যাওয়ায় এক ব্যাক্তি হাসপাতালে যান। সেই সময় সুতো না থাকায়, পেসেন্ট পরিরবারকে সুতো কিনে আনতে বলা হয়। তাঁরা কিনে আনলে তবে আঙুলের ক্ষত সেলাই করা হয়। পরে একদল লোকজন মদ্যপ অবস্থায় এসে হুমকি দিতে শুরু করে।টেবিল চাপড়ে হুমকি। রতুয়া থানায় পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।রাতে মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ, হুমকি দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগে রোগীর পরিবারের দুই আত্মীয়কে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, সোমবার রাতে রতুয়ার বালুপুর এলাকার এক ব্যক্তি হাতে গুরুতর আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় রতুয়া গ্রামীণ হাসপাতালে যান। তাকে কর্তব্যরত চিকিৎসক প্রথমে প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু তার হাতে আঘাত গুরুতর থাকায় সেলাই করার প্রয়োজন পড়ে। তবে সেলাই-এর সুতো হাসপাতালে না থাকায় বাইরে থেকে কিনে আনতে বলা হয়। আর এই কারণে রোগীর পরিবারের এক আত্মীয়রা মদ্যপ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ এবং হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ। এই খবর যায় রতুয়া থানায়। খবর পেয়েই পুলিশ গিয়ে রোগীর পরিবারের দুই আত্মীয়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে খবর।