নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার শহর তথা জেলাবাসীকে বিশেষ চমক দিতে চলেছে দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব। এবারে এই পুজোর ৭৬ তম বর্ষ। প্রতিবছর নতুন থিম দুর্গাপুজোতে জেলাবাসীকে উপহার দিয়ে থাকে এই ক্লাব। এবারের তাদের থিম ‘দায়বদ্ধতা’।জেলার অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করে ক্লাবটি। জানা গিয়েছে, প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে এই মণ্ডপ তৈরি হচ্ছে। হোগলা পাতা, পেঁপে গাছের ছাল, তালের খোসা, বাঁশ, বিভিন্ন গাছের বাকল ব্যবহার করে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে বলে জানালেন ক্লাবের পক্ষ থেকে দীপ্ত চ্যাটার্জী।তিনি আরো জানান, থিমের মাধ্যমে শিক্ষামূলক ভাবনার উপস্থাপনা করি।
- উত্তর বাংলা
- আলিপুরদুয়ার
- রাজ্য
- দুর্গা পূজা ২০২৪
- দেশ
- বনেদি বাড়ি এবং গ্রাম বাংলার দুর্গাপুজা
- বিনোদন
- বিবিধ
- লাইফস্টাইল