নিজস্ব সংবাদদাতা, মালদা–-শাস্ত্র অনুসারে মহালয়ার পুণ্য প্রভাতে পুরুষরাই মূলত পিতৃ-তর্পণ করলেও, গত কয়েক বছরের মতো এবারও মহালয়ার পুণ্য প্রভাতে মহিলাদের তর্পণের ছবি নজরে এল পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দার ঘাটে। তবে পিতৃ তর্পণ নয়। মহিলারা শাস্ত্র বিধান মেনে দেব তর্পণ ও ঋষি তর্পণে ব্রতী হন। পতঞ্জলী যোগ সমিতির সদস্য রতন চৌধুরীর উদ্যোগে বুধবার সাত সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনের নদীঘাটে এই তর্পণের, আয়োজন করা হয়। সেই আয়োজনে সামিল হন বহু ভক্তিমতি মহিলা। তবে তারা পিতৃ তর্পণের পরিবর্তে দেব তর্পণ ও ঋষি তর্পণ করেন।
Home রাজ্য উত্তর বাংলা মহালয়ার পুণ্য প্রভাতে মহিলাদের তর্পণের ছবি নজরে এল পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দার...