ডেঙ্গু সচেতনতায় পথে নামলেন খন পালা গান অবলম্বনে পথে নাটক নিয়ে লোক নাট্য দল।

0
19

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর উদ্যাগে কুশমন্ডি ব্লকে তিনটি গ্ৰাম পঞ্চায়েত আকচা গ্ৰাম পঞ্চায়েত মালিগাও গ্ৰাম পঞ্চায়েত উদয়পুর গ্রাম পঞ্চায়েত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পথ নাটকের আয়োজন করে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে জেলা জুড়ে এই প্রচার শুরু হয়েছে বুধবার বড়গাছি হাট এবং মঙ্গলপুর হাটে, ডেঙ্গু সচেতনতায় পথে নামলেন খন পালা গান অবলম্বনে পথে নাটক নিয়ে লোক নাট্য দল এদিন উপস্থিত ছিলেন উষা ভানু সম্পাদক সৌরভ রায় এছাড়াও নাট্ট কর্মী অনয় কুন্ডু ফনিন্দ্রনাথ বসাক সরল সরকার সহ অনেকেই। এই বিষয়ে উষা ভানু সম্পাদক সৌরভ রায় বলেন দঃদিনাজপুর জেলার স্ব্যাস্থ্য দপ্তরে উদ্যাগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শিবির আয়োজন করা হল প্রতিটি মানুষ উপকৃত হয়েছে বলে জানান উষা ভানু সম্পাদক সৌরভ রায়।