নিজস্ব সংবাদদাতা, মালদা—পুরাতন মালদহ শহরের মহানন্দা নদী সংলগ্ন স্কুল পাড়া অন্নপূর্ণা মহিলা পরিচালিত পুজো মন্ডপের পিছনে কিছুটা দূরে জল চলে এসেছে। এনিয়ে পুজো কমিটির উদ্যোক্তারা বেশ চিন্তায় রয়েছেন। জল আরও বাড়লে অন্যত্র পুজো করা সহ স্থানীয় বাসিন্দারা অন্যত্র আশ্রয় নেবার পরিকল্পনা নিয়ে ফেলেছেন। এদিন এলাকায় গিয়ে দেখা গেল নদীর জল নিয়ে কমিটির সবাই ব্যাপক আতঙ্কে রয়েছেন। মহালয়া পেরিয়ে গেলেও ওই এলাকায় পুজো কমিটির উদ্যোক্তারা পুরোপুরি ভাবে মাঠে নামতে পারছে না। মহিলা পুজো কমিটির পক্ষে মীনা হাজরা এবং গৌরি রায় বলেন, তিন বছর ধরে পুজো করছি। জল আসে। আবার চলে যায়। এবার তো জল কমছেই না। পাড়ার মন্ডপে পিছনে জল। চিন্তায় রয়েছি। অনেক সদস্য বাড়িতে জল। পুজো নিয়ে উদ্বেগে রয়েছি। জল বাড়লে পুজো অন্য জায়গায় করব। পুরাতন মালদহ পুরসভার কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, প্রাকৃতিক শক্তির কাছে আমরা তো সবাই নিরুপায়। আমরা নজর রাখছি।
- রাজ্য
- উত্তর বাংলা
- দুর্গা পূজা ২০২৪
- দেবী তুমি এবং নারী সুরক্ষা
- দেশ
- বনেদি বাড়ি এবং গ্রাম বাংলার দুর্গাপুজা
- বিবিধ
- মালদা