একদিন বিদ্রুপের পাত্রি সুচন্দ্রা, কোলাঘাটের সংকেতের শারদোৎসবে উদ্বোধক আজ।

0
15

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নাম সুচন্দ্রা সামন্ত, বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকের নিশ্চিন্তবসান । জন্ম থেকেই অ্যাকন্ড্রোপ্লাসিয়া (বামনতা) ব্যাধিতে আক্রান্ত। হাত পা সহ সারা শরীরের গড়ন ছিল অস্বাভাবিক। হাঁটাচলা, দাঁড়ানো কিছুই করতে পারতনা। নিত্যজীবনে বিভিন্ন ক্ষেত্রে
ব্যাঙ্গ বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল্যের মধ্য দিয়েই সুচন্দ্রার বেড়ে ওঠা।
বাবা মা’র অদম্য লড়াই।
ভিনরাজ্যে ধারাবাহিক চিকিৎসা এবং ৯’ বার গুরুতর অপারেশন হয়।
চিকিৎসার উপর নির্ভর করেই সুচন্দ্রার বেঁচে থাকা। এরমধ্যেই কঠিন অধ্যবসায় নিষ্ঠাসহকারে পড়াশোনা করে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তমলুক মেডিক্যাল কলেজে ডাক্তারী পড়াশোনার সুযোগ একরকম ছিনিয়ে নেয় বলা যায়।
এই মাসেই ১লা অক্টোবর থেকে ডাক্তারি পড়াশোনা শুরু করে জীবন সংগ্রামে এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
এই সুচন্দ্রাকে দিয়েই মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কোলাঘাট নতুন বাজার সংকেত পুজো কমিটি তাদের ৫২ তম বর্ষ
শারদোৎসবের সূচনা করলেন। শনিবার সকালে পুজো মন্ডপের সূচনা। সুচন্দ্রার মত অনেকেই স্বাভাবিকভাবে বেঁচে থাকার লড়াইয়ে নিমজ্জিত। তাদের প্রেরণা জোগাতে, উৎসাহ দিতে
সুচন্দ্রাকে দিয়ে এবছর পুজো মন্ডপের শুভসূচনা করালেন ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও এদিন উদ্বোধনে ছবি আঁকলপন হুইল চেয়ার নির্ভর ছাত্র চিত্রকর বিজয় খাঁড়া।এছাড়াও ছিলেন পাঁশকুড়া থেকে রবীন্দ্রভারতীর ছাত্রী চিত্রশিল্পী সহেলি ভুঞ্যা,কোলাঘাটের ছাত্রী গায়েত্রী সরকার,নিশা বিজলী।এছাড়াও এদিন
পথ নিরাপত্তার বার্তা দিতে
উপস্থিত ছিলেন পথদুর্ঘটনায় দুই পা হারানো কলেজ ছাত্রী সুনীতা ভার্মা এবং মেঘা ঘোষ।