স্টেনলেস স্টিলের বোতামে জং ধরছেনা
ব্লেড এর দুটি ধারে পা পিছলে যাচ্ছে শামুকের রেলিং এর পাশে আলপিনের ভয় গা ছমছম
রাত এখন শুধু অপেক্ষার , প্রতিটি জাহাজ ফিরে যাচ্ছে সমুদ্রের তলদেশে
কসবা নামে উর্বর ভূমি পড়ে আছে মন খারাপ নিয়ে
এক্সপোনেনশিয়াল ভূমি বড় সরলরৈখিক প্রতিটি অংকেই অগণিত যোগ চিহ্ন আছে
জিলেট গার্ড রাতের সব অবাঞ্ছিত লোম দূর করে, পিয়ানো বাজায় কোন ঐতিহাসিক
গভীর রাতে কেউ সান্দ্রতার ভ্যাকুয়াম টিউব খায়নি
নক্ষত্র থেকে বৃষ্টি পড়তে জাস্ট ২ মিনিট সময় লাগে
পৃথিবীর আয়ু কতবার মেপে নিয়েছি নিরক্ষীয় দৈর্ঘ্যৈ , ভাঁজ করা ব্লেড রেখেছি নখের ভেতর
মেঘকে সাদা আয়ু ভেবে ,
সাপের স্বপ্ন দেখেছি অনেক বার ।হাইগ্রোমিটার ভিজিয়ে যাচ্ছে অতীতের ডেভিল সম্পর্কগুলো
সোলার ল্যাম্পে সোডিয়াম হলুদ সন্ন্যাসী হেঁটে যাচ্ছে আশ্রমের দিকে
জামার হাতার নিচে একটা নরখাদক লুকিয়ে আছে
স্যালাইভার ভেতর কাঁটা ফুল ফুটে আছে শরীরের অবিচ্ছিন্ন সংকর ধাতু পচে যাচ্ছে এখন পিচ্ছিল পদার্থ রাইজোবিয়াম মূলের
সেন্সর কাজ করছে, অনেকটাই দূর সম্পর্কের ।
ফিজিক্যাল মেনটেন্স করছে নিলু দা ।
কাপড়ের দোকানে টুকরো কাপড়ের গন্ধ
বন্য ডিওড্যারান্ট ।আজ এটারই দরকার ।
যাদের আনফ্রেন্ড করেছি তারা এখন রাত্রিবেলার নোটিফিকেশনে আসছে
সিমেন্ট বালি বড় ঋণ করে গেছে ধ্রুপদী গানের কাছে ,দেউলিয়া হয়েছে পলাশ ফুল
আমার পাশে চেয়ার টেবিলে বসে তারা সেলোসিয়া ফুলের কথা বলে , মোরগের ফুল লুটিয়ে পড়েছে চোখে
আমি কেবল বাবার পাকা চুলের ভেতর হিমালয় পর্বত খুঁজে বেড়াচ্ছি এখন
হলুদ কেঁচোর মতো ক্রমশ মাটির গভীরে ঢুকে যাচ্ছে সে
আমরা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছি ফসলের জন্য
রাংতা খসে খসে পড়েছে পায়ের গাঁট থেকে ।
আমি এখন এক নর্তকী সাজছি