নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর : – পুজোর আগে বড়োসড়ো সাফল্য গঙ্গারামপুর থানার পুলিশের। গোপন সূত্রের খবরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমানে মাদক সামগ্রী উদ্ধারসহ একজনকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। এনিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে গঙ্গারামপুর থানার পূর্ব হালদারপাড়া এলাকায় অভিযান চালায় গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ও ১৩ হাজার ইনজেকশন উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে ঘটনায় একটি টোটো উদ্ধার সহ অসীম সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১৪ দিনের পুলিশী হেফাজতে চেয়ে ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,পূর্ব হালদারপাড়া এলাকার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সাথে যুক্ত ছিলেন।গোপন সূত্রের খবর পাওয়ার পরেই গঙ্গারামপুর থানার পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায় ওই এলাকায়। অভিযান চালিয়ে অসীম সরকার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।সেইসঙ্গে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ ও নেশার ইনজেকশন। পাশাপাশি ঘটনায় একটি লাল ডায়েরি ও টোটো উদ্ধার করেছে পুলিশ। শনিবার এ নিয়ে গঙ্গারামপুর থানায় সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মহাকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য আইসি শান্তনু মিত্র সহ অন্যান্যরা।