‘মা এলো মাটির ঘরে’ নতুনত্ব এই থিমে এবছরও চমক দিতে চলেছে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের দুর্গাপুজো কমিটি।

0
13

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ‘মা এলো মাটির ঘরে’ নতুনত্ব এই থিমে এবছরও চমক দিতে চলেছে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের দুর্গাপুজো কমিটি। মাটির নানান কলসি সহ একাধিক মাটির সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। মূলত পরিবেশ বান্ধব নানান সামগ্রী দিয়েই এবছর তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। থাকছে বিশেষ আলোকসজ্জাও।‌ বর্তমানে জোরকদমে চলছে কাজ। মন্ডপ শিল্পীরা এসেছেন বাইরে থেকে। পুজো নিয়ে কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্যতম বিগ বাজেটের পুজো হিসেবেও পরিচিত এটি। এই বছর অগ্রগামী সংঘের পুজো ৩০ তম বর্ষে পদার্পণ করেছে। এবিষয়ে পুজো উদ্যোক্তারা জানান, ‘প্রতিবছরের মতো এবছরও মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে কিছু নতুনত্ব তুলে ধরার চেষ্টা করেছি। এবছরও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে এমনটাই আশা করছি।’