নিজস্ব সংবাদদাতা, মালদার — শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় রাজ্যের একাধিক জেলার দুর্গাপুজো মন্ডপের শুভ উদ্ধোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মালদহ জেলার চাঁচল ইয়ুথ ক্লাবেরও পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।যার জন্য বিশা আয়োজন করে ইয়ুথ ক্লাবের পুজো কমিটির কর্মকর্তারা।সেখানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায়, চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ,চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, চাঁচল -১ ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া,
চাঁচলের আই সি পূর্ণেন্দু কুণ্ডু,চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ত্রিদিব মাইতি ও চাঁচল- ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ পুজো কমিটির কর্মকর্তা,সদস্য সদস্যা সহ স্থানীয় বাসিন্দারাও।এদিন ভার্চুয়ালি উদ্ধোধনে ফের মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকার খোঁজ নেন।চাঁচলের বিধায়ক বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক।বন্যাত্রদের পাশে রয়েছেন।ইয়ুথ ক্লাবের দুর্গোপুজোয় প্রতিবছর নিত্যনতুন থিম ফুটিয়ে তোলা হয়।এবার রাজস্থানের ঐতিহ্যবাহী ঘুমর নাচ থিম ফুটিয়ে তোলা হচ্ছে।আশা করছি চাঁচলের মানুষ এবার নিজের ভূমিতেই মরুভূমির রাজস্থান দেখতে পাবেন।
- রাজ্য
- উত্তর বাংলা
- দুর্গা পূজা ২০২৪
- দেশ
- ধর্ম ও আধ্যাত্মিকতা
- বনেদি বাড়ি এবং গ্রাম বাংলার দুর্গাপুজা
- বিনোদন
- বিবিধ
- মালদা
- লাইফস্টাইল