নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পুজো প্রস্তুতির পাশাপাশি বিসর্জন ঘাট পরিষ্কারের কাজ শুরু করল ফালাকাটা পুরসভা। আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের সমস্ত প্রতিমা বিসর্জন দেওয়া হয় ফালাকাটার মুজনাই নদীর দশমী ঘাটে। তাই পুরসভার পক্ষ থেকে ঘাট পরিষ্কার করা শুরু হয়েছে। ঘাট থেকে বিভিন্ন সামগ্রী তোলা হচ্ছে। পাশাপাশি ঘাটের চারপাশ জুড়ে থাকা জঙ্গল, আবর্জনা পরিষ্কার করা হচ্ছে যাতে দশমীর দিন কোনও সমস্যা না হয়। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী বলেন, ফালাকাটা শহরের বেশিরভাগ প্রতিমা দশমীর দিন মুজনাই নদীর ঘাটে বিসর্জন হয়। তাই আগে থেকে ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার পুজো প্রস্তুতির পাশাপাশি বিসর্জন ঘাট পরিষ্কারের কাজ শুরু করল ফালাকাটা পুরসভা।