কাঁথি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঝারগ্রাম জেলায় বস্ত্রদান শিবির ।

0
15

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পিতৃপক্ষের অবসান দেবিপক্ষের সূচনা। আপামর দেশবাসী মেতে উঠেছে শারদীয়া দুর্গোৎসবে। পুজোর এই কয়টা দিন প্রত্যেকেই চায় নিজের পরিবারের সঙ্গে একটু আনন্দে কাটাতে। আর্থিক অনটন বাধ সাধে এক্ষেত্রে। ঝাড়গ্রাম জেলার একেবারে জঙ্গল মহলের প্রত্যন্ত গ্রামাঞ্চল বিনপুর ২ ব্লকের শিমুলপাল এলাকা। মূলত জঙ্গলহলে শালপাতা তৈরি করে এবং কৃষি কাজ করেই এই এলাকার মানুষ জন জীবন জীবিকা নির্বাহ করে। পুজোর প্রাক মুহূর্তে তাদের মুখে হাসি ফোটাতে পূর্ব মেদিনীপুরের শহরাঞ্চল কাঁথি থেকে কয়েকশো কিলোমিটার দূর থেকে ছুটে এসে পুজোর উপহার এবং ছেলে মেয়েদের ক্রীড়া সামগ্রী তুলে দিলেন কাঁথির একটি স্বেচ্ছাসেবী সংগঠন “রয়েলস” এর প্রচেষ্টায়। এদিন বিনপুর থানার শিমুলপাল এলাকায় সংগঠনের তরফে মোট দুশো জন পুরুষ ও মহিলাদের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। পাশাপাশি ছেলে মেয়েদের ক্রীড়া সামগ্রীও উপহার দেওয়া হয়েছে। তবে নতুন জামা কাপড় পেয়ে আট থেকে আশি সভাবতই তারাও খুশি। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পঙ্কজ দে, সম্পাদক পুরঞ্জন দাস মহাপাত্র, কোষাধ্যক্ষ অশোক মাইতি, বিশিষ্ট শিক্ষক সত্যসুন্দর আইচ প্রমুখ।