স্বাধীনতার স্বপ্ন :: প্রবীর কুমার চৌধুরী।।

0
12

(গদ্য -1)
স্বাধীনতার চুয়াত্তর বছরে অনেক কিছুই ব্রাত্য ,
স্বপ্ন আর উন্মাদনা থিতিয়ে গেছে অভাবে ,
মূল্যবোধটিকে খুঁজতে হয় পুরানো পাতায় –
যা হারিয়ে গেছে সমাজ থেকে।
এখন নজরহীন শালীনতা,বেপরোয়া বেয়াদপি –
হয়তো তুমি ছদ্মবেশী ! হয়তো মুখোশের আড়ালে ।

( পদ্য -1)
স্বাধীনতার ইতিহাসের পাতা খুলে –
দেখি কতই বিস্ময়,আত্মত্যাগী শহীদদের গেছে ভুলে ,
সাজান বাগানে কর্পোরেটরা হাসে,তাদের এখন পৌষমাস ,
দারিদ্রসীমার ভুখা পেট করে চিৎ্কার, বারমাস শোষিত, সর্বনাশ।
নব্বই শতাংশ সম্পদ দশ শতাংশের হাতে –
ভুখার মিছিলে অধিকারের দাবী,অন্ন নেই পাতে ।

(গদ্য -2)
স্বাধীনতা চুপি চুপি বলি-
তুমি আজও অদেখা, অধরা ।
নিস্পৃহ যত আবেগ ,যত ভালোবাসা –
তোমার মিথ্যা ছায়ায় পদভারে মানবিকতার মস্তক ।ব্যক্তিস্বাতন্ত্র ,অধিকারবোধ ,আজ –
দেওয়ালে টাঙ্গানো তৈলচিত্র মাত্র ,
প্রতিশ্রুতিগুলো লিপিবদ্ধ শুধু অসত্যের নামাবলি আজ।
আজও ক্ষুদিরাম কেঁদে যায় রাজপথে –
বিপ্লবীদের আশাভঙ্গ,মিথ্যা স্বপ্ন,স্বাধীনতার এই মানে,
প্রফুল্ল চাকির চোখভরা জল ,বৃথাগেল রণাঙ্গনে ।
আজও রয়ে গেছে রহস্য ,তবু অনেকে সহাস্য –
কৌতুহল মেটেনি,সমাধানহীন নেতাজী মৃত্যু।

(পদ্য -2)
পরাধীনতা নতুন মুখোশে আজও আঘাত হানে ,
প্রাত্যহিক জীবনের হালখাতা আশাভঙ্গের অভিমানে ।
শহরে ,গ্রামে ,অফিসে ,কলে ,কারখানায় –
প্রাত্যহিক সংসারে শোষণ, বঞ্চনা আর
ব্যথাভরা ব্যর্থতায় সময় কাটে প্রহর গোনার।
চেয়ে দেখো দূষিত বাতাস ভরা দুই ফুসফুসে –
স্বাধীনতা তুমি বিভীষিকা জাগাও রক্ত শুষে শুষে ।
মিছিলে মিছিলে প্রতিবাদ দেখি ,প্রতিবাদ মায়ের বুকেও-
ধর্ষণ ,পণপ্রথায় বিদ্ধ আকুল প্রতিবাদ নারীর চোখে ।
প্রতিটি রাতে স্বপ্ন ভাঙ্গে ,ভাঙ্গে বেকারের মন ,
প্রতিটি প্রহরে ব্যর্থতার আঘাতে বিপথে যায় যৌবন।

(গদ্য -3)
স্বাধীনতা তুমি এসেছিলে বহু আত্মবলিদানে-
মৃত্যুর মিছিল ডিঙ্গিয়ে,রক্তনদীতে স্নান করে,
বঞ্চিত ,নিপীড়িত মানুষের মুখের হাসি ফেরাবার-
দৃঢ় প্রতিজ্ঞায়,আজ দেখি উল্টোপুরান –
অতৃপ্ত আত্মার কান্না শুনে তুমি ক্রোধান্বিত,রক্তচক্ষু-
দাম্ভিকতার পরাকাষ্ঠে শাসন চলে নিষ্ঠুর বীজমন্ত্রে।
দেশের যত মহান সন্তান করেছিল আত্মদান ,
আকাশে বাতাসে কাঁদে তাদের অতৃপ্ত আত্মা ।
নীলাকাশে উড্ডীন পতাকার রং ফিকে ,
জাতপাত,অসাম্য,শোষণ,জীবণযন্ত্রনার দংশন ,
ব্যর্থতার প্রতিধ্বনি,স্বাধীনতাতো আমরা পাইনি ,
এমন নির্লজ্জ ,বেহায়া ,পাপেদীর্ণ দেশ কেউ চাননি ।

(পদ্য -3)
স্বাধীনতা ফিরিয়ে দাও ভারতবাসীর হাসি
বুকভরা প্রেম,বাঁচার আশা,মায়ের মনের খুশি ।
স্বাধীনতার চুয়াত্তর বছরে দূর হোক্ যত অসাম্য ,
গরীব খেটেখাওয়া মানুষ যেন না হয় বিপন্ন ।
সকল ধর্মের মহামিলনের দূর হোক্ জাতপাত ,
একতার আহ্বানে ধ্বংস হোক্ উগ্র জাতীয়তাবাদ।
নতুন সূর্যোদয়ে জাগুক শান্তির সকাল,
এদেশ আমার এদেশ তোমার এখনেই ইন্তেকাল ।
দূর হোক্ যত কালশিরা পড়া আলো –
এক জাতি,এক প্রান,আমার স্বদেশ ভালো ।
সুখ শান্তি ,প্রেমানুভূতি ,নিশ্চিন্তের একটু জীবন,
আর তো চাইনি কিছু ,চাইনি বিত্তের প্লাবন ।

স্বদেশপ্রীতির নব জাগরণ জাগুক সবার প্রাণে,
ভালোবাসার মূলমন্ত্র বাজুক স্বাধীনতার গানে ।

( গদ্য ও পদ্যের মেলবন্ধন ঘটিয়ে একটি সম্পূর্ণ কবিতা। )

Copyright @প্রবীর কুমার চৌধুরী/১৪/০৮/২০১৮