৩৪ বছরে পদার্পণ করল গঙ্গারামপুর শহরের নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো।

0
14

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:-  দক্ষিণ দিনাজপুর জেলর বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর শহরের নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো। এবার তাদের পুজো ৩৪ বছরে পদার্পণ করল । এবারে ভাঙ্গা কাচের সাথে মানুষের মনের তুলনা করে এবারের দুর্গা পুজোতে “অন্তর শক্তি” থিম তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের নাট্য সংসদ। প্রায় ১২ হাজার কাচের বোতল দিয়ে তৈরী হচ্ছে প্যান্ডেল। পাশাপাশি প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে থাকছে প্রতিমা। ক্লাব সূত্রে খবর এবারে তাদের পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা।*
*ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন,মন ভাঙ্গার ফলে অনেকেই ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যার মতো পথ বেছে নেয়।তাই তারা সাধারণ মানুষের প্রতি বার্তা দিতে ভাঙ্গা কাচের সাথে মনের তুলনা করে কাচের বোতল দিয়েই প্যান্ডেল তৈরী করে সারা ফেলতে চলেছে। এই বিষয়ে ক্লাব কর্মকর্তা জানান।

বাইট সর্বজিৎ গুহ (ক্লাব কর্মকর্তা)